পল্লী উন্নয়ন একাডেমী নিয়োগ ২০২৫

পল্লী উন্নয়ন একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। নতুন চাকরির আপডেট, পদসংখ্যা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জানতে বিস্তারিত পড়ুন।

পল্লী উন্নয়ন একাডেমী নিয়োগ ২০২৫
rda

পল্লী উন্নয়ন একাডেমী নিয়োগ ২০২৫

পল্লী উন্নয়ন একাডেমীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে দুটি ক্যাটাগরিতে ৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৬/০৬/২০২৫ তারিখে পল্লী উন্নয়ন একাডেমী এর অফিশিয়াল ওয়েবসাইট https://rda.gov.bd এ প্রকাশিত হয়েছে। আকবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিবেন। 

আবেদন শুরুঃ  ০২/০৭/২০২৫ ইং
আবেদন শেষঃ  ২৪/০৭/২০২৫ ইং
আবেদনের লিঙ্কঃ  https://rda.teletalk.com.bd/ 
বয়সঃ  ১৮ থেকে ৩২ বছর

পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতাঃ 

১। পদের নামঃ সহকারী পরিচালক

বেতন স্কেলঃ ২২,০০০/- টাকা থেকে ৫৩,০৬০/- টাকা, গ্রেড: ৯

পদ সংখ্যাঃ ০৬টি

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। 

২। পদের নামঃ মেডিক্যাল অফিসার

বেতন স্কেলঃ ২২,০০০/- টাকা থেকে ৫৩,০৬০/- টাকা, গ্রেড: ৯

পদ সংখ্যাঃ ০১টি

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি; এবং বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টার কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নম্বর আইন) এর অধীন রেজিষ্টার্ড হতে হবে। 

আবেদন ফি প্রদানের নিয়মঃ

আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করলে প্রার্থী User ID, ছবি ও সাক্ষরযুক্ত একটি আবেদন ফরম পাবেন। উক্ত আবেদন পত্রে থাকা User ID ব্যবহার করে দুটিে এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। ১ থেকে ২ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা নিম্নোক্ত দুটি এসএমএস এর মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে।

১ম এসএমএসঃ RDA < Space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। 

উদাহরণঃ RDA ABCDEF

২য় এসএমএসঃ RDA < Space > YES < Space > Pin লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণঃ RDA YES 12345678

বিস্তারিতঃ 

rda job circular

rda job circular

rda job circular

🔔 প্রতিদিনের চাকরির খবর ও আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন।
📢 নতুন সরকারি/বেসরকারি চাকরি পেতে চোখ রাখুন Ringdin Jobs ওয়েবসাইটে। ইমেইলে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন। Whatsapp Group এ নোটিফিকেশন পেতে যুক্ত হোনঃ https://chat.whatsapp.com/JnONuk5X7p3EwlQl4JXHYf 

চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ 

রেলপথ মন্ত্রাণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে

ডিসি অফিস চাঁপাইনবাবগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন→ এখানে

PDF ফাইল ডাউনলোড করুনঃ 

Files