BTEB Polytechnic Admission 2025
BTEB Diploma Admission Circular 2025 is live. Apply now for Govt. and Private Polytechnic Institutes across Bangladesh.

BTEB Polytechnic Admission 2025
ডিপ্লোমা পর্যায়ে সরকারি পর্য়ায়ে প্রতিষ্ঠানগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীরা সরকারি পর্যায়ে বিভিন্ন টেকনোলজিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক ও ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট শিক্ষাক্রম সরকারি প্রতিষ্ঠান সমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম পর্বে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সনে এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ
আবেদন শুরুঃ | ৩০/০৭/২০২৫ |
আবেদন শেষঃ | ১৪/০৮/২০২৫ |
আবেদনকৃত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডঃ | ২১/০৮/২০২৫ থেকে ২৮/০৮/২০২৫ |
ভর্তি পরীক্ষা গ্রহনঃ | ২৯/০৮/২০২৫ |
১ম পর্যায়ে ফল প্রকাশঃ | ০৪/০৯/২০২৫ |
১ম পর্যায়ের নিশ্চয়নঃ | ০৪/০৯/২০২৫ থেকে ০৭/০৯/২০২৫ |
১ম পর্যায়ের মাইগ্রেশন ও ২য় ফল প্রকাশঃ | ০৯/০৯/২০২৫ |
২য় পর্যায়ের নিশ্চয়নঃ | ০৯/০৯/২০২৫ থেকে ১০/০৯/২০২৫ |
১ম ও ২য় পর্যায়ের শিশ্চয়নকৃত শিক্ষার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশঃ | ১১/০৯/২০২৫ |
স্ব-শরীরে ভর্তি | ১৪/০৯/২০২৫ থেকে ১৫/০৯/২০২৫ |
অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের ইউজার লগইন করে পছন্দক্রম পরিবর্তনঃ | ২৩/০৯/২০২৫ থেকে ২৪/০৯/২০২৫ |
৩য় পর্যায়ের ভর্তি নিশ্চয়নঃ | ২৫/০৯/২০২৫ থেকে ২৭/০৯/২০২৫ |
৩য় পর্যায়ে নিশ্চিতকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশঃ | ২৮/০৯/২০২৫ |
স্ব-শরীরে ভর্তি | ২৯/০৯/২০২৫ |
উপরোক্ত সময়ের মধ্যে আবেদন ও পরবর্তী সকল ধাপ গুলো অনুসরণ করতে হবে অন্যাথায় আবেদন বাতিল বা ভর্তি অযোগ্য বলে বিবেচিত হবেন।
বিস্তারিতঃ
আবেদনের পদ্ধতিঃ
প্রার্থীকে আবেদন করতে হলে অবশ্যই টেকনিক্যাল বোর্ড এর ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://btebadmission.gov.bd এ প্রবেশ করতে হবে। এরপর প্রার্থীকে সর্তকতার সহিত সরকারি / বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করার জন্য APPLY NOW বাটনে ক্লিক করতে হবে। এর আগে প্রার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার ফি ও আবেদন ফি প্রদান করতে হবে।
ফ্রি প্রদানের নিয়মঃ
অবশ্যই প্রার্থীকে পরীক্ষার ফি প্রদান করতে হবে আবার আবেদন ফি প্রদান করতে হবে। যে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি ও পরীক্ষার ফি প্রদান করতে পারবে। ফি প্রদানের নির্দেশনা গুলো দেখতে মোবাইল ব্যাংকিং কোম্পানির নাম এ ক্লিক করলে নির্দেশনা দেখতে পাবেন।
আবেদন ফি প্রদান করা হলে রোল নং, রেজিষ্টেশন নং, বোর্ড, পাশের সন ও মোবাইল নম্বর যথাযথ ভাবে পূরণ করতে হবে। এরপর নিচে থাকা ক্যাপচা এর লেখাগুলি পাশের ফাকা ঘরে পূরণ করে Next বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীর একাডেমিক তথ্য প্রদশিত হবে সবকিছু ঠিক থাকলে ছবি (120px × 150 px) আপলোড করতে হবে। তারপর আবার Next এ ক্লিক করে পছন্দ অনুযায়ী কলেজ নির্ধারণ করতে পারবে।
🔔 প্রতিদিনের চাকরির খবর ও আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন।
📢 নতুন সরকারি/বেসরকারি চাকরি পেতে চোখ রাখুন Ringdin Jobs ওয়েবসাইটে। ইমেইলে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন। Whatsapp Group এ নোটিফিকেশন পেতে যুক্ত হোনঃ https://chat.whatsapp.com/JnONuk5X7p3EwlQl4JXHYf
চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে ৪৯তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে মানিকগঞ্জ ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে রংপুর ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন→ এখানে |