বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | BGB Job Circular 2025
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। BGB Job Circular 2025 দেখে অনলাইনে আবেদন করার নিয়ম, যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ জানতে এখানে ক্লিক করুন।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | BGB Job Circular 2025
বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০৪তম ব্যাচ (অতিরিক্ত) সিপাহী (জিডি) পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৩/০৭/২০২৪ তারিখ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অফিশিয়াল ওয়েবসাইট https://bgb.gov.bd প্রকাশিত হয়েছে। আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল ভাবে পড়ে নিবেন।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
-
অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৩ জুলাই ২০২৫
-
আবেদনের শেষ তারিখ: ০১ আগস্ট ২০২৫
- আবেদনের লিঙ্কঃ https://joinborderguard.bgb.gov.bd
পদের নাম ও যোগ্যতাঃ
পদ: সিপাহী (জেনারেল ডিউটি - জিডি)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।
বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- হতে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।
বয়সঃ ০৫/১০/২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্ম তারিখ ০৬/১০/২০০২ হতে ০৫/১০/২০০৭ এর মধ্যে হতে হবে)।
শারীরিক যোগ্যতাঃ
বিবরণ |
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে |
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে |
উচ্চতা |
● ১.৬৭৬ মিটার (৫'-৬") ● ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫'-৪") |
● ১.৫৭৪ মিটার (৫'-২") ● ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫'-০") |
ওজন |
● ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ● ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) |
● ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) ● ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড) |
বুকের মাপ |
● স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি) |
● স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) |
দৃষ্টিশক্তি |
● ৬/৬ |
● ৬/৬ |
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)
পরীক্ষার তারিখ ও স্থানঃ নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
বিস্তারিতঃ
পরীক্ষার সময় অবশ্যই যা সংগে আনতে হবেঃ
ক। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (যা প্রযোজ্য)।
খ। সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানপাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
গ। অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত।
ঘ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।
ঙ। ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
চ। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগারো) পাসপোর্ট সাইজের ছবি (০১ কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)
ছ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।
জ। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
ঝ। https://joinborderguard.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আবেদনকারী লগইন অপশন এ আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
ঞ। https://www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছু প্রার্থীদের তথ্যাদির ফরম এ ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত ফরমে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতঃ ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।
🔔 প্রতিদিনের চাকরির খবর ও আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন।
📢 নতুন সরকারি/বেসরকারি চাকরি পেতে চোখ রাখুন Ringdin Jobs ওয়েবসাইটে। ইমেইলে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন। Whatsapp Group এ নোটিফিকেশন পেতে যুক্ত হোনঃ https://chat.whatsapp.com/JnONuk5X7p3EwlQl4JXHYf
চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ
৪৯তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে আইএফআইসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন→ এখানে মানিকগঞ্জ ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে রংপুর ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন→ এখানে |