বাংলাদেশ সহকারী কর্ম কমিশন নিয়োগ ২০২৫
Stay updated with the latest BPSC Job Circular 2025! Get detailed info on application dates, eligibility, exam syllabus, and official notifications. Start your BPSC career journey today!

বাংলাদেশ সহকারী কর্ম কমিশন নিয়োগ ২০২৫
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এর অধীনে (নন-ক্যাডার ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) একই দিনে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যার মধ্যে একটিতে প্রাইমারি প্রধান শিক্ষক পদটি রয়েছে। প্রাথীগণ যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা অনুযায়ী একাধীক পদে আবেদন করতে পারবেন। এতে প্রত্যেকটি আবেদন এর জন্য আলাদা আলাদা ফি প্রদান করতে হবে।
আবেদন শুরুঃ | ২৪/০৯/২০২৫ খ্রি. |
আবেদন শেষঃ | ২০/১০/২০২৫ খ্রি. |
আবেদনের লিঙ্কঃ | http://bpsc.teletalk.com.bd |
বয়সঃ | পদ অনুযায়ী নির্ধারিত |
১ম নিয়োগ বিজ্ঞপ্তিঃ
১ম বিজ্ঞপ্তি স্মারক নং ৮০.০০.০০০০.০০০.৩০১.৭৩.০০০৩.২৫-২২৪ তারিখ: ২১ আগষ্ট ২০২৫ খ্রি. বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হলো।
পদ সমূহ ও বয়সঃ
- মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার, বয়সঃ ৩৫
- উপ-পরিচালক (টেকনিক্যাল), বয়সঃ ৩৮
- সহকারী অধ্যাপক (নন-কারিগরি), বয়সঃ ৩৫
মন্ত্রাণালয়-বিভাগ-অধিদপ্তরঃ
- স্বরাষ্ট মন্ত্রাণালয় জন নিরাপত্তা বিভাগের অধীন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা।
- পররাষ্ট্র মন্ত্রাণালয়
- বস্ত্র ও পাট মন্ত্রাণালয় এর অধীন বস্ত্র অধীদপ্তর
আবেদন ফি প্রদানের নিয়মঃ
আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করলে প্রার্থী User ID, ছবি ও সাক্ষরযুক্ত একটি আবেদন ফরম পাবেন। উক্ত আবেদন পত্রে থাকা User ID ব্যবহার করে দুটিে এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। উপরোক্ত পদের জন্য আবেদন ফি ২০০/- টাকা নিম্নোক্ত দুটি এসএমএস এর মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে।
১ম এসএমএসঃ BPSC < Space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণঃ BPSC ABCDEF
২য় এসএমএসঃ BPSC < Space > YES < Space > Pin লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণঃ BPSC YES 12345678
এডমিট কার্ড ডাউনলোডঃ
প্রার্থীগণ আবেদন ফি জমা দিলে মোবাইলে ইউজার আইডি ও পাসওর্য়াড সম্বলিত একটি মেসেজ পাবেন। উক্ত ইউজার আইডি ও পাসওর্য়াড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিতঃ
২য় নিয়োগ বিজ্ঞপ্তিঃ
২য় বিজ্ঞপ্তির স্মারক নং ৮০.০০.০০০০.০০০.৩০১.৭৩.০০০৩.২৫-২২৫ তারিখ: ২১ আগষ্ট ২০২৫ খ্রি. বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হলো।
পদ সমূহ ও বয়সঃ
- সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, বয়সঃ ৩২ বছর।
- সহকারী পরিচালক (প্রেস), বয়সঃ ৩৩ বছর, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৩৫ বছর।
- পরিসংখ্যান কর্মকর্তা , বয়সঃ ৩২ বছর।
- ইন্সট্রাক্টর (টেক/ইন্টুমেন্টেশন) এন্ড প্রসেস কন্টোল), বয়সঃ ৩২ বছর।
- ওর্য়াকসপ সুপার (ইলেকট্রনিক্স), বয়সঃ ৩২ বছর।
- ওর্য়াকসপ সুপার (আর্কিটেকচার এন্ড ইনটেরিয়র ডিজাইন), বয়সঃ ৩২ বছর।
- শিল্প নির্দেশক/গ্রাফিক শিল্প নির্দেশক/ দৃশ্য পটকার (গ্রেড-2), বয়সঃ ৩৫ বছর।
- চিত্র গ্রাহক (গ্রেড-2), বয়সঃ ৩২ বছর।
- সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ), বয়সঃ ৩২ বছর।
- সহকারী সচিব (লেজিসলেটিভ অনুবাদ), বয়সঃ ৩২ বছর।
- সহকারী প্রোগ্রামার, বয়সঃ ৩২ বছর।
- সিনিয়র কম্পিউটার অপারেটর, বয়সঃ ৩২ বছর।
- ডাটা এন্টি/ কন্ট্রোল সুপারভাইজার, বয়সঃ ৩২ বছর।
- ফটো টেকনিশিয়ান, বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ ডাটা টেলি কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ কেমিক্যাল), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ আর্কিটেকচার), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ জেনারেল ইলেকট্রনিক্স), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ ফার্মেমেশিনারী), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ রেফিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ সিভিল কন্ট্রাকশন এন্ড সেফটি), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ ফিস কালচার এন্ড ব্রিডিং), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ প্লোট্রি রিয়ারিং এন্ড ফার্মিং), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ মেশিন অপারেশন বেসিকস), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ কম্পিউটার), বয়সঃ ৩২ বছর।
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং), বয়সঃ ৩২ বছর।
- সিনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়সঃ ৩২ বছর।
- সিনিয়র স্টাফ নার্স, বয়সঃ ৩২ বছর।
- প্রধান শিক্ষক, বয়সঃ ৩২ বছর।
- জনসংযোগ কর্মকর্তা, বয়সঃ ৩২ বছর।
এডমিট কার্ড ডাউনলোডঃ
প্রার্থীগণ আবেদন ফি জমা দিলে মোবাইলে ইউজার আইডি ও পাসওর্য়াড সম্বলিত একটি মেসেজ পাবেন। উক্ত ইউজার আইডি ও পাসওর্য়াড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিতঃ
🔔 প্রতিদিনের চাকরির খবর ও আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন।
📢 নতুন সরকারি/বেসরকারি চাকরি পেতে চোখ রাখুন Ringdin Jobs ওয়েবসাইটে। ইমেইলে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন।
চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ
দুর্নীতি দমন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে ইএসডিও এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে ঢাকা ম্যাস ট্যানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে |